চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ আবুল কাসেম (৭৫) প্রকাশ কাসেম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট সকাল ১১ থেকে বিকাল ৩টার দিকে নাজিরহাট ঝংকার মোড় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মিছিলে আগ্নেয়াস্ত্র, ধারালো রামদা, কিরিচ হাতে নিয়ে হামলা ও ইন্দনদাতার অভিযোগে অক্টোবরে ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ হেলাল উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরীকে প্রধান আসামি করে ৮৩ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। এই মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল কাসেম নাম উল্লেখ রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আবুল কাসেম নামের উক্ত আওয়ামী লীগ নেতাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ