চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কালাবিবির দিঘী মোড় এবং টানেল মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার ভোজন বাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার, টানেল রেস্টুরেন্টকে ১০ হাজার ও আরেকটি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে, আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট