চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মোটরসাইকেল নিয়ে টানেলে ঢুকে পড়ে যুবক, ইয়াবাসহ গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল। উদ্বোধনের পর থেকে টানেল মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও টোল প্লাজায় সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে মো. সোহেল (২৩) নামের এক যুবক। পরে টানেলের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে কক্সবাজারের রামু থানার দক্ষিণ গোয়ালিয়া গ্রামের মৃত আব্দু জলিলের ছেলে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে বাহির হওয়ার মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক টানেলের এক কর্মকর্তা জানান, টানেলের আনোয়ারা প্রান্তে কর্মরত সিকিউরিটিদের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে মো. সোহেল টানেলে ঢুকে পড়ে। পরে তাকে টানেলের পতেঙ্গার দিকে বাহির হওয়ার মুখে সিকিউরিটিরা আটক করে। এ সময় স্ক্যানিং মেশিনের সহায়তায় তার থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে নগরীর পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পুলিশ জানায়, চট্টগ্রাম সি-বিচ সংলগ্ন টানেল থেকে পতেঙ্গার দিকে টানেলের বাহির হওয়ার মুখে পাকা রাস্থার উপর টানেল সিকিউরিটির সহায়তায় মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। সে টেকনাফ থেকে মোটরসাইকেল যুগে আসছিল। জব্দকৃত ইয়াবাগুলো মোটরসাইকেলের মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত ছিল।

 

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে টানেলে ঢুকে পড়া যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট