চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন, বালুখালী-১, ক্যাম্প নং-৮/ডব্লিউ, ব্লক-এ/৫৪’র আব্দুস সালামের ছেলে মো. ওসমান (১৬)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট