চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় শ্রমিকদল নেতা হত্যায় আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

পেকুয়া সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা শওকত হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার (৩১ আগস্ট) রাতে নিহতের ভাই সাকের আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলায় আসামিরা হলেন- দিল মোহাম্মদ প্রকাশ বদিউল আলম (৩২), মো. সাজ্জাদ হোসেন (৩৮), মো. ওয়াজিদ প্রকাশ শোকা, মো. রাসেল প্রকাশ টুনুইক্যা (৩২), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. ইমরান (২৪), মো. খোরশেদ (৩২), নুরুল আবছার প্রকাশ আচ্ছু (৪৮), মো. মনির (২৫), মো. সোহেল (২৫), রশিদ আহমদ, মো. শওকত (২৫), নওশা মিয়া (৫০), আহমদ শফি (৫২), ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম (৪৬), যুবলীগ নেতা আজম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৫৩), মো. মোখতার (৩৬), মাহান নুর (৪৬), মোহাম্মদ সিকদার। এছাড়াও অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাত ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যু হয় শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম শওকতের। ওই সময় তার ভাইসহ আরও দুইজন গুরুতর আহত হয়। গত শুক্রবার ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, শ্রমিকদল নেতা শওকত হত্যার ঘটনায় শুক্রবার নিহতের ভাই সাকের আলম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। আটকে অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট