চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে বাইক দুর্ঘটনায় বাপ-মেয়ের মৃত্যু, আহত ১

সীতাকুণ্ড সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৪ | ৮:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল উল্টে আরোহী বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক মেয়ে।

 

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

 

নিহতরা হলেন- সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের মো. মফিজুল আলমের ছেলে মো. কাউছার আলম (৪৪) ও তার ছোট মেয়ে তাসমি (৬)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর এলাকার বাসিন্দা কাউছার আলম তার দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে সীতাকুণ্ড অভিমুখে যাবার পথে ফৌজদারহাট বাইপাস সড়ক এলাকায় একইমুখী একটি পিকআপের চাকায় পিষ্ট হন। এ সময় পিকআপের চাকার নিচে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই কাউছার মারা যান। এছাড়া স্থানীয়রা তার দুই মেয়েকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে সেখানে ছোট মেয়ে তাসমিও মারা যায়। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কাউছারের বড় মেয়ে তাইনাদ (১৩)।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা কাউছার মারা যান। এ সময় আহত দুই মেয়ে হাসপাতালে পাঠানো হলে সেখানে ছোট মেয়েও মারা যায়। আমরা পিকআপ চালক মো. স্বপনকে (২২) আটক করেছি। সে মুন্সীগঞ্জ সদর থানার ইসলামাবাদ গ্রামের মো. মান্নানের ছেলে।

 

এদিকে দুর্ঘটনায় একই সাথে বাবা-মেয়ের অকাল মৃত্যুতে তার বাড়িতে শোকের মাতম চলছে। 

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট