চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় অটোরিকশা-বাইক সংঘর্ষে একজন আহত

পেকুয়া সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৪ | ২:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল উদ্দিন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় নন্দীরপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ১টায় পেকুয়া সদরের নুইননামুইননা ব্রিজ এলাকায় টার্নিং পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া থেকে দ্রুতগতিতে আসছিল মোটরসাইকেল চালক বেলাল। অপর দিক চকরিয়া থেকে এসেছিল যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা। দুটি গাড়ি বেপরোয়া গতিতে থাকায় টার্নিং পয়েন্টে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেলাল উদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী অটোচালক হরিণাফাঁডির বাসিন্দা মোহাম্মদ কালু জানান, ঘটনার সময় আমি কাছেই ছিলাম। দুটি গাড়ি দ্রুতগতিতে চলছিল। জায়গাটি টার্নিং পয়েন্ট হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট