চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শখের বসে মাছ ধরতে গিয়ে গাড়ি চালকের মৃত্যু মিরসরাইয়ে

মিরসরাই সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে শখের বসে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো গাড়ি চালক নুরুল হুদা (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা মিরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার রশিদ মাস্টার বাড়ীর মোর্শেদ আহম্মদের পুত্র।

বৃহস্পতিবার বিকালে নুরুল হুদা আরও ৫ জনসহ মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নাম্বার গেইট এলাকায় মাছ ধরতে যায়। এসময় খালে মাছ ধরার সময় সময় পানির স্রোতের মধ্যে সে ডুবে যায়। প্রায় ২ ঘন্টার পর সন্ধ্যায় স্থানীয় জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বড়তাকিয়া লাইপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বিকাল ৫ টার দিকে নুরুল হুদা কাকা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দিয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে ফেলেন।

ঘটনার পক্ষদর্শী মো. রাকিব বলেন, উনি যখন ডুবে যাচ্ছে উনার হাত উপরে দিকে ছিলো। উনি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিলো। কিন্তু পানির স্রোতেের কারণে উনি ডুবে গেছে। রাকিব আরও বলেন, ঘটনাস্থলে যারা ছিলো তারা চেষ্টা করলে তাহলে উনাকে বাঁচানো যেতো। যোগাযোগ করা হলে, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সাব অফিসার আহম্মদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা তার মরদেহ রেসকিউ করে নিয়ে চলে আসে। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট