চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে মদপানে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া ও দীঘির নামা এলাকায় নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- দীঘির নামা কাপ্তান বাড়ির আমিনুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও তার বন্ধু নতুন পাড়ার মো. আব্দুল্লাহর ছেলে আবুল বশর (৩৮) তারা দুজনেই সিএনজিচালিত অটোরিকশা চালক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মদপানে অভ্যস্ত ছিল জাহাঙ্গীর ও আবুল বশর। তারা প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও দুই বন্ধু একসাথে বাড়বকুণ্ড বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত মদপান করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন।

 

আজ বুধবার সকাল পেরিয়ে গেলেও ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তাদেরকে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে তারা রুমে ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জসিম ও সোহেল অভিন্ন বক্তব্য দিয়ে বলেন, তারা মাদকসেবী ছিল এটা ঠিক। পরিবার থেকে জানতে পেরেছি, তারা রাতে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। তাদের একজনকে সকালে অপরজনকে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

বিষয়টি তদন্ত করছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট