চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের

সীতাকুণ্ড সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৪ | ৫:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে সৈয়দপুর ইউনিয়নের বগাচতর ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রাজু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দপুর গ্রামের সলিমুল্লাহর (খান সাহেব) ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করা ছাত্র রায়হান উদ্দিন রাজু কয়েকজন বন্ধু মিলে আজ সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ারহাট খালে মাছ ধরতে যায়। এ সময় রাজুর জাল পানির নিচে আটকে যায়। পরে পানির নিচে আটকা পড়া জালটি ছাড়াতে খালে নামে রাজু। প্রথম ডুব দিয়ে উঠলেও দ্বিতীয় ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। দীর্ঘক্ষণ পানি থেকে না উঠার কারণে এক পর্যায়ে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে নিজের জালে পেঁচানো অবস্থায় খালের গভীর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য সজল কুমার শীল।

 

নিহতের প্রতিবেশী আলাউদ্দিন বলেন, রাজু চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন। তার বাবা একজন প্রবাসী। রায়হান উদ্দিন রাজু পরিবারের বড় ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট