চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্রসহ মহেশখালীর ধলঘাটার চেয়ারম্যান গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৪ | ৪:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে ধলঘাটা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় স্থানীয় জনতা নৌ-বাহিনীর ওপর হামলা করে আহছান উল্লাহ বাচ্চুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

হামলাকারীরা নৌ-বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে নৌ-বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে আটক আহসান উল্লাহ বাচ্চুকে তাদের হেফাজতে নিয়ে আসে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরীঘোনা এলাকায় মহেশখালীতে কর্মরত নৌ বাহিনীর লে. মিনহাজুল আবেদীন ও লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আহসান উল্লাহ বাচ্চু এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার সন্ত্রাস বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়ি ঘের দখল ও ডাকাতিসহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার দখলকৃত আশ্রয়ণ প্রকল্প উদ্ধার করেছে নৌ-বাহিনীর সদস্যরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নৌ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ বাচ্চু চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি। থানায় হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট