চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাংবাদিক রহমান মিজানের বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৪ | ১০:২১ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকমের চট্টগ্রাম জেলার নিজস্ব প্রতিবেদক রহমান মিজানের বাবা আবুল কাশেম বাদশা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

 

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

 

আবুল কাশেমের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। তিনি পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

রহমান মিজান জানান, শনিবার দুপুরে নিজ বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে আহত হন তার বাবা। এরপর প্রথমে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাতেই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রবিবার জোহরের নামাজের পর পেকুয়ার সোনালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট