চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চবির উপাচার্য পদে অধ্যাপক শামীম উদ্দিন খানকে চায় সাদা দল

চবি সংবাদদাতা

২২ আগস্ট, ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামীম উদ্দীন খানকে সুপারিশ করেছে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজ তথা সাদা দল। বৃহস্পতিবার (২২ আগস্ট) সংগঠনটির স্টিয়রিং কমিটির সদস্য অধ্যাপক ড. আতিয়ার রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে শিক্ষাগত ও প্রশাসনিক যোগ্যতা বিচারে নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের প্রধান সমন্বয়ক এবং সাদা দলের আহ্বায়ক ও বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত সিন্ডিকেট সদস্য ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান কে সুপারিশ করা হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ সকল প্রশাসনিক শূণ্য পদে নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সাদা দলের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে স্টিয়রিং কমিটির সভায় প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম (পদার্থবিদ্যা), প্রফেসর ড. ইসমত আরা হক (ফাইন্যান্স বিভাগ), প্রফেসর ড. গোলাম কিবরয়া (মৃত্তিকা বিজ্ঞান), প্রফেসর ড. নেছারুল করিম (ফাইন্যান্স বিভাগ), প্রফেসর ড. মো. আতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান), প্রফেসর ড. আকতার হোসেন (বন ও পরিবেশ বিদ্যা
ইনস্টিটিউট), প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম (অর্থনীতি বিভাগ), প্রফেসর ড. মো. কামাল উদ্দিন (আন্তর্জাতিক সম্পর্ক), প্রফেসর
ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ (ফাইন্যান্স বিভাগ), প্রফেসর ড. নাসির উদ্দিন (রসায়ন), প্রফেসর ড. বজলুর রহমান
(মার্কেটিং), প্রফেসর ড. শাহাদাত হোসাইন (ফাইন্যান্স), প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান
(দর্শন), প্রফেসর ড. এন.এম.সাজ্জাদুল হক (নৃবিজ্ঞান), প্রফেসর ড. সাখাওয়াত হোসাইন (ইসলামের ইতিহাস) সহ সাদা দলের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/জুনায়েদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট