চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়া-টেকনাফের ‘ইয়াবা বদি’ কারাগারে

উখিয়া সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৪ | ৮:৪১ অপরাহ্ণ

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের আওয়ামী লীগের বহুল আলোচিত সাবেক এমপি আবদুর রহমান বদিকে বুধবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে আদালতে আনা হলে প্রচুর সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়।

 

এ সময় লোকজন ‘ইয়াবা বদি, বাবা বদি, ডন বদি’ ‘বদির গালে গালে, জুতা মারো তালে তালে’সহ নানা স্লোগানে স্লোগানে আদালত চত্বর সরগরম করে তোলে।

 

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রাম শহরের জিইসি এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

 

এরপর রাতেই তাকে কক্সবাজারের র‌্যাব-১৫-এর কার্যালয়ে আনা হয়। সেখান থেকে আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজারের আদালতে নেওয়া হয়। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কক্সবাজারের জেলা কারাগারে।

 

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ সীমান্তে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, হামলাসহ ওই প্রতিষ্ঠানের মালিক এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক মো আবদুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে।

 

ওই মামলার প্রধান আসামি সাবেক এমপি আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠায়।

 

গ্রেপ্তার আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত হন। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে তার স্ত্রী শাহীন আকতার এমপি নির্বাচিত হন।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট