চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে আল্লামা সাঈদী ও ছাত্রআন্দোলনে শহীদের স্মরণে দোয়া মাহফিল

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৪ | ১০:০২ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ইছালে সওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সদর ইউনিয়ন শাখা।

 

আজ সোমবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বান্দরবান জেলা আমীর মাওলানা আবদুস ছালাম আজাদ।

 

জামায়াতের প্রবীণ নেতা মোহাম্মদ ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা ইদুল আমিন ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইউনুছ মেম্বারের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের শূরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাহমদুল হক বাহাদুর, মাওলানা বশির উদ্দিন, জামায়াতের সিনিয়র নেতা রফিক বশরী, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা তৌহিদ আজাদ, রামু উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ, ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মোতাহেরুল হক, সৌদি প্রবাসী সাবেক ছাত্রনেতা এম এ মান্নান, অধ্যক্ষ ছৈয়দ হোছাইন, মৌলানা ফরিদুল আলম, সালাহউদ্দিন চৌধুরী, সুপার মৌলানা নুরুজ্জামান, মাওলানা মোস্তাক আহমেদ শোওকী, জামায়াত নেতা হেলাল উদ্দিন মিয়াজি প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, আল্লামা সাঈদী (রহ.) একজন বিশ্ববরেণ্য মোফাচ্ছিরে কোরআন। তাঁর মৃত্যু শহীদি। আজকের এ দিনে তাঁর বড় প্রয়োজন। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাঁকে কৌশলে মেরে ফেলেছে।

 

বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রক্তেভেজা এই ত্যাগ ভুলার নয়। তাদের লক্ষ্য মুক্তির। জাতি তাদের কখনও ভুলবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সবসময় স্মরণ করবে।

 

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট