চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবককে তিনদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
তিনি জানান, কালাইয়ার হাটে জনতা ওই এলাকার কায়সার হামিদ (৩৬) ও রাজেশ চৌধুরী নামের দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করেন।
এ সময় তাদের কাছে ২ পিস ইয়াবা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ