চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভারী বর্ষণে পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত

পেকুয়া সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৪ | ৭:২১ অপরাহ্ণ

টানা তিনদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের পেকুয়ার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টইটং ইউনিয়নে বটতলীসহ আশেপাশের এলাকাসমূহে বাড়ি-ঘরে পানি উঠেছে।

 

রাস্তার এ পাশ থেকে অপর পাশে স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। মানুষের ধানসহ ফসলি জমি তলিয়ে গেছে। একই সাথে শিলখালী, পেকুয়া সদরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরি নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে, রাতে আরও ভারী বৃষ্টিপাত হলে ঝুকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা-করছেন স্থানীয়রা।

 

যদি পেকুয়ার পূর্বমেহেরনামা এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে পেকুয়ার অন্তত ৫০ হাজার লোক পানি বন্দি হয়ে যাবে, তলিয়ে যাবে মানুষের ঘরবাড়ি। গতবছরও বেড়িবাঁধটি ভাঙার কারণে পেকুয়ার মানুষ পানিবন্দি হয়ে ঘরবাড়ি তলিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। তবে এবার স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা এ ধরনের যেন বিপর্যয় না ঘটে প্রত্যেকে সতর্ক অবস্থানে রয়েছে।

 

স্থানীয় পূর্ব মেহেরনামার ইউপি সদস্য সাহেদ বলেন, আমার এলাকায় বেড়িবাঁধটি ভেঙে প্রায় সময় পেকুয়া তলিয়ে যায়। এবার আমি সবসময় তদারকি করছি, যেন কোন সমস্যা না হয়।

 

ভারী বর্ষণে পাহাড়ের পাশে বসবাসরত সবাইকে নিরাপদ আশ্রয়স্থানে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শিলখালীতে পাহাড় ধসের ঘটনায় একই পরিবার তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

 

এদিকে নিম্নাঞ্চল প্লাবিত এলাকাগুলো উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জুসহ সরকারি বেসরকারি অনেকে পরিদর্শন করছেন বলে জানা গেছে।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট