চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে বিজিপির ১৩ সদস্য আটক

টেকনাফ সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের বিজিপির ১৩ সদস্যকে আটক করা হয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা করেছে।

 

সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, আজ (১৪ আগস্ট) মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং ১৪ আগস্ট ১৩ জনসহ সর্বমোট ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অতি শিগগিরই তাদেরকে মায়ানমার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট