চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় সংখ্যালঘুদের নিয়ে সেনাবাহিনীর সম্প্রীতি সভা অনুষ্ঠিত

পেকুয়া সংবাদদাতা

৯ আগস্ট, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সংখ্যালঘু, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষদের নিয়ে সম্প্রীতি সভা করেছে সেনাবাহিনী।

 

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে পেকুয়া সেনা ক্যাম্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ক্যাম্প কমান্ডার লে. কর্নেল ইয়াসির আরাফাত বলেন, শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা বাংলাদেশ সেনাবাহিনীর কাজ। যে দেশকে বাঁচাতে আমাকে যুদ্ধ করতে হবে শত্রুর সাথে আজ এ দেশকে জ্বালাও পোড়াও করে নিজেরাই ধ্বংস করে দিচ্ছি কার কথায়। আর কোথাও যেন কোন জ্বালাও পোড়াও না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

 

তিনি আরও বলেন, এ দেশ ছাত্র, শিক্ষক, কৃষক, মজুর ও সকল সম্প্রদায়ের। দেশকে সাজাতে ছাত্র তরুণদের এগিয়ে আসতে হবে। পেকুয়া উপজেলার আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনীর। তবে সবাইকে এই কাজে সহযোগিতা এবং সচেতন থাকতে হবে।

 

এ সময় বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এম বদিউল আলম, ইউপি সদস্য মো. ইউনুছ, রেজাউল করিম, মো. আলমগীর, বেলাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পেকুয়া উপজেলা সভাপতি অং থোয়াই সিং রাখাইন, হিন্দু সম্প্রদায় প্রতিনিধি উৎপল কান্তি নাথসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট