চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় যানজট নিরসনে ছাত্রদের পাশে সেনাবাহিনী

পেকুয়া সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৪ | ১১:৪০ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে যানজটে নাকাল কক্সবাজারের পেকুয়াবাসী। সবচেয়ে ভোগান্তি পোহাতে হয় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার হয়ে যাতায়াত করা সাধারণ মানুষের ।

 

কোটা সংস্কার দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দেশ সংস্কার কাজে নেমে পড়ে ছাত্ররা।

 

তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার ও চৌমুহনী এলাকাকে যানজটমুক্ত করতে দুটি টিমে ভাগ হয়ে কাজে নেমে পড়ে ছাত্ররা। মুহূর্তেই চৌমুহনী ও পেকুয়া বাজারকে যানজটমুক্ত করেন তারা। এ সময় তাদের সহযোগিতায় এগিয়ে আসেন সেনাবাহিনীর একটি টিম।

 

সেনাবাহিনীর এগিয়ে আসা দেখে কাজের গতি বাড়িয়ে অনুপ্রেরণায় উদ্ভাসিত হয় ছাত্ররা। সাধারণ মানুষের মুখেও ছিল ছাত্রদের প্রশংসা।

 

উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

 

এতে পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র পেকুয়া উপজেলার সমন্বয়ক দেলওয়ার হোসাইন ছাত্রদের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে থাকেন।

 

তিনি বলেন, ছাত্রদের আত্মহুতির মধ্যদিয়ে যে নতুন সূর্য উদিত হয়েছে তা কেবল ছাত্রদের অবদান, তারা কোটা সংস্কারের পাশাপাশি আজ রাষ্ট্র সংস্কারের অবদান রাখছেন। জাতি হিসেবে তাদের কাছে ঋণি আমরা, একটু হলেও ছাত্রদের পাশে থেকে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই।

 

উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান বলেন, আজ রাষ্ট্রের কাজে সেনাবাহিনী ছাড়া মাঠে আর কেউ নেই, আমরা শিক্ষার্থীরা এই সংকটে বসে না থেকে মন্দির পাহারা, সংখ্যালঘুদের নিরাপত্তা, পরিচ্ছন্নতার কাজ করছি এটা সংকট নিরসন না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

 

পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ী অনেকে বলেন, দীর্ঘসময় ধরে যানজট লেগেই থাকে এখানে। ছাত্ররা মুহূর্তের মধ্যেই যানজটমুক্ত করলেন তা দেখে বুকটা ভরে গেল।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট