চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে কোটি টাকার আইসসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থানাধীন কোয়াইনছড়ি পাড়া থেকে ১ কেজি ২ গ্রাম আইসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল মোতালেব (৫০) ও জাফর আলম (৩৫)।

 

শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম। তিনি জানান, গতকাল রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ টাকা। আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট