বিস্ফোরক লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স না থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিনটি বাজারের তিন গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।
অভিযানে সীতাকুণ্ড বাজার, ছোটদারোগারহাট ও পন্থিছিলা বাজারের তিনটি দোকানে বিস্ফোরক লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন-২০০৩ এর (৪) ধারা লঙ্ঘনের অভিযানে মহিম স্টোর নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, মদিনা স্টোরকে ২০ হাজার টাকা, জামাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও বলেন, জনস্বার্থে উপজেলার বিভিন্ন স্থানে এমন অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ