চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু আনোয়ারায়

আনোয়ারা সংবাদদাতা

২৬ মে, ২০২৪ | ৪:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ইমন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. মোন্না সিকদারের ছেলে।

 

স্থানীয় প্রতিবেশী মাঈনু জানান, রবিবার সকালে মুন্সি পুকুরে গোসল করতে যায় ইমন। এ সময় সবার অজান্তে হঠাৎ পুকুরে পড়ে যায়। পরবর্তীতে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা হলি হেলথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা হলি হেলথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার কবির বলেন, শিশুটি এখানে আনার আগে মারা যায়। তবুও আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট