চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন, পুড়ে গেছে ২৫০ ঘর !

কক্সবাজার প্রতিনিধি:

২৪ মে, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুন লাগার কারণ এখনও অজানা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল।

১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা শফিউল্লাহ বলেন, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে প্রায় দুইশ’ ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে বাজারের দোকানপাট, ঘরবাড়ি, মসজিদ, স্কুল-কলেজ সহ বিভিন্ন স্থাপনা।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন জানিয়েছেন, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।

এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং আপডেট সরবরাহ করব।

উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শামীম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের পুলিশের টিমও কাজ করছে। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে। ইতিমধ্যে  ২ শত ৫০ ঘর পুড়ে গেছে। 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট