চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

২৪ মে, ২০২৪ | ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোহাম্মদ কাইছার (১৭) নামে এক বাইক আরোহী নিহত হয়েছে। এতে জিয়াউর রহমান জিয়া নামের আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাইছার লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সাওদাগর পাড়ার নুরুল আবছার প্রকাশ বদনের ছেলে। আহত জিয়াউর রহমান একই এলাকার মৃত ফোরক আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কাইছার চকরিয়া উপজেলার চিরিঙ্গা বাজারে জিয়াউর রহমান জিয়ার মালিকানাধীন মেসার্স জননী এন্টারপ্রাইজে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে জিয়াউর রহমান ও মোহাম্মদ কাইছার বাইকযোগে লোহাগাড়ায় বাড়ি ফেরার পথে আধুনগরে পৌঁছলে পেছন থেকে ডাম্প ট্রাক বাইকে ধাক্কা দেয়। পরে তাদের চমেক হাসপাতালে নেওয়ার পথে চন্দনাইশ পৌঁছলে কাইছারের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান বলেন, এ ঘটনায় ড্রাম্প ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট