চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৪ | ১২:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

 

 

শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

 

 

সামছু-দৌজা বলেন, তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুনে লাগে। এরপর মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

 

তিনি জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেওয়া হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট