চট্টগ্রাম রবিবার, ১৬ জুন, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে মদ-গাজা নিয়ে তিনজন ধরা

কাপ্তাই সংবাদদাতা

২৩ মে, ২০২৪ | ৮:০০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে ৭৫০ মিলি লিটার মদ এবং ১০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- শেখ সৈকত হোসেন শাওন (১৯) ও মো. মাকসুদুর রহমান তন্ময় (২৪)।

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া মুখ এলাকা থেকে ১৬ লিটার চোলাই মদসহ মো. আক্তার কামাল (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট