চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

১৭ মে, ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার আরাকান সড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মো.রাকিব (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাকিব বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ইসমত আলী মুন্সি বাড়ির মো.নাছেরের ছেলে। 

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে রাকিব মারা গেছে বলে জানিয়েছেন তার পিতা মো.নাছের।

স্থানীয় বাসিন্দা হোসাইন মাহমুদ জানান, গত ১৩ মে রাকিব বিলে মহিষ চড়াতে যায়। দুপুরে তেষ্টা পাওয়ায় পানি খেতে রায়খালী এলাকায় আরাকান সড়ক পার হওয়ার সময় একটি দ্রুত গতির অটোরিকশা রাকিবকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাকিব আহত হয়।

তিনি বলেন, আহত রাকিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর বৃহস্পতিবার হঠাৎ খিঁচুনি শুরু হয় রাকিবের। তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে এ্যাম্বুলেন্সে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। জানা গেছে, রাকিব ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তারা ২ ভাই, ১ বোন। রাকিবের বাবা একজন রাখাল। সে বাবার সাথে মহিষ চড়াতো।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট