চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রাউজানে

রাউজান সংবাদদাতা

১৪ মে, ২০২৪ | ২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে রুহান নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রুহান ওই গ্রামের আলা মিয়া সওদাগরের বাড়ির আবু তৈয়বের ছেলে।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আলা মিয়া সওদাগরের বাড়ির আবু তৈয়বের ছেলে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়র হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ছেলেটিকে মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হসপিটালের দায়িত্বরত কর্মকর্তা মো. ওসমান।

পূর্বকোণ/পিআর/এএই

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট