চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুতুবদিয়ায় নোঙর করল এমভি আবদুল্লাহ

কুতুবদিয়া সংবাদদাতা

১৩ মে, ২০২৪ | ৬:৩৬ অপরাহ্ণ

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক এক মাস পর কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙ্গর করেছে।

 

আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ার বহির্নোঙরে ভিড়েছে জাহাজটি।

 

জাহাজটির জেনারেল স্টুয়ার্ড নুরউদ্দিন বলেন, সোমবার দুপুরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছি আমরা। বিকাল ৫টার দিকে কুতুবদিয়ায় এসেছি। কিছুক্ষণের মধ্যে ঘাটে নোঙর করতে পারবো।

 

এর আগে, বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় জাহাজটি নোঙর করবে বলে বিষয়টি নিশ্চিত করেছিলেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

 

তিনি বলেন, জাহাজটিতে ৫৬ হাজার টন চুনাপাথর রয়েছে। কুতুবদিয়ায় প্রথমে কিছু চুনাপাথর লাইটার জাহাজে খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় আনা হবে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে।

 

তিনি আরো বলেন, সোমবার ২৩ নাবিকের নতুন একটি দল যোগ দেবে জাহাজটিতে। নতুনদের মাঝে দায়িত্ব হস্তান্তরের পরই মঙ্গলবার বিকেলে আগের নাবিকরা তীরে উঠে আসবেন।

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট