চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

সলিমপুরে ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপণ শুরু

১ মে, ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ

তীব্র তাপদাহ থেকে বাঁচতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন সলিমপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০০ চারাগাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

এই কর্মসূচির নেতৃত্ব দেন সলিমপুরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর এবং সাধারণ সম্পাদক ইমরান মল্লিক।

সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শতাধিক চারাগাছ রোপণ করেছি।

ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান মল্লিক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরূপ প্রভাব পড়ছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সলিমপুরে চারারোপণ কর্মসূচি শুরু করেছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেকুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালাম, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাজমুল হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট