চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ মে, ২০২৪

ওমানে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবকের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৪ | ৯:২১ অপরাহ্ণ

মা জানে না তার প্রিয় আদরের সন্তান শাহীন আর বেঁচে নেই। স্বজনরা এ খবর জানলেও তার মা খোরশিদাকে ছেলের মৃত্যুর সংবাদ না জানাতে পাঠিয়ে দেন বাপের বাড়িতে। তবে স্বজনদের এখন শুধু অপেক্ষা শাহীনের কফিনবন্দী লাশের জন্য।

 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী মোহাম্মদ শাহীন উদ্দিন নামের চট্টগ্রামের রাউজানের এক যুবক মারা গেছেন।

 

রবিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ওমানের মাস্কাটে দুর্ঘটনায় তিনি মারা যান।

 

নিহত শাহীন রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লঙ্কর উজিড় দীঘির খলিফার বাড়ির প্রবাস ফেরত মোহাম্মদ মুছার ছেলে।

 

ওমানে নিহতের স্বজন ও বড়ঠাকুর পাড়া এলাকার বাসিন্দা মনছুর আহমদ জানান, দীর্ঘ ৬ বছর আগে ওমানে আসে। সেখানে জালালা বোয়ালী নামকস্থানে ব্যবসা করত। এতে একটি মেশিন ক্রয় করার জন্য মাস্কাট শহরে আসলে সেখান থেকে ফেরার পথে এক এরাবিয়ান মহিলার কারের সাথে শাহীনের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি।

 

তার মৃত্যুর খবরে রাউজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহীনের মরদেহ দেশে আনতে সরকারের পাশাপাশি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন এলাকার লোকজন।

 

স্বজনরা জানান, মাকে ছেলের মৃত্যুর সংবাদ এখনো জানানো হয়নি।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট