চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ মে, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় হিটস্ট্রোকে মো. কালু (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

মো. কালু ওই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনমজুর মো. কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তূপের কাজ করছিল। এসময় সে গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

স্থানীয় প্রতিবেশী গিয়াসউদ্দিন জানান, সে দিনমজুরের কাজ করে। আজ সকালে খড়ের স্তূপে কাজ করার সময় গরমে মাথা ঘুরে পড়ে যায়। তাকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, মৃত দিনমজুর কালুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তবে তার স্বজনদের বক্তব্য শুনে এটা হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।

 

মৃত মো. কালু তিন সন্তানের জনক। সে দিনমজুরি করে সংসারের ব্যয় নির্বাহ করত। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট