চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

হালদা নদী থেকে ৪ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৮ এপ্রিল, ২০২৪ | ১০:৫৪ অপরাহ্ণ

ভরা মৌসুমেও অবৈধভাবে নদীতে জাল বসিয়ে মাছ শিকার করার সময় ৪ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ও বিকালে হালদা নদীর মোহনায় রামদাশ মুন্সির হাটস্থ অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মো. মাহফুজুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ডিম দেওয়ার ভরা মৌসুমেও থেমে নেই মাছ শিকারিরা।নদীতে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করার সময় ৪ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়। পরে জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট