চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে অসাধু ব্যবসায়ীদের জরিমানা

মহেশখালী সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৪ | ১০:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 

আজ রবিবার (১৭ মার্চ) বিকালে উপজেলার হোয়ানক কেরুনতলী ও টাইমবাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তাছবির হোসেন।

 

এ সময় তিনি মুদির দোকান, সবজির বাজার, ফলের দোকান, ও বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে অভিযান চালান। অভিযানে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায় করায় হোয়ানক কেরুনতলী বাজারে ১ অসাধু ব্যবসায়ীসহ হোয়ানক টাইমবাজারে ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

 

উল্লেখ্য, অস্থির খাদ্যদ্রব্য বাজার নিয়ন্ত্রণে চলছে একের পর এক অভিযান। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে সকাল থেকে বিকাল পর্যন্ত টানা এ অভিযান চালিয়ে আসছেন। তবে ক্রেতারা স্বস্থি প্রকাশ করে জানান, টানা এই অভিযান বাজারে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারছে। এতে নিয়ন্ত্রণে চলে আসছে অনেক খাদ্যদ্রব্য বাজার।

 

সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ তাছবির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থিতিশীল করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এছাড়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মীকি মারমার নির্দেশে রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট