চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৩টি বেহুন্দি, ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

সীতাকুণ্ড সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ (১১-১৭ মার্চ) উপলক্ষ্যে সমন্বিত অভিযানে ৩টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

 

রবিবার (১৭ মার্চ) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলামের নেতৃত্বে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, কুমিরা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন, বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আজিজুর রহমান ও সাংবাদিক সঞ্জয় দাশ।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট