চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন

শিশুদের জন্য শিশু সংগঠন গড়ে তোলার তাগিদ

সাতকানিয়া সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৪ | ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

 

রবিবার (১৭ মার্চ) এতে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়ানো এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার শিবলী নোমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিতম বিশ্বাস, মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য্য ও সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন বক্তব্য রাখেন।

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিটি এলাকায় শিশু সংগঠন গড়ে তোলার উপর তারা গুরুত্বারোপ করেন। অতীতে শিশু কিশোর সংগঠন চাঁদের হাট, কচিঁ কাঁচার মেলা, খেলাঘর, শাপলা কুঁড়ির আসরের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে যথেষ্ট অবদান রয়েছে।

 

 

পূর্বকোণ/খোকন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট