চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে মেলায় জুয়ার আসর, ৩ জুয়াড়িকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৪ | ৩:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পণ্য মেলার নামে জুয়ার আসর বসানোর দায়ে তিন জুয়াড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে গুঁড়িয়ে দেয়া হয়েছে জুয়ার আসর।

 

আটক তিন জুয়াড়ি হলো- মোহাম্মদ আসলাম, মোহাম্মদ হৃদয় খান ও খোকন ইসলাম।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আয়োজিত শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মেলা (৭-৯ মার্চ) তিন দিনে শেষ হয়। কিন্তু এরপরও রয়ে যায় পণ্য মেলা। প্রতিবছর এ মেলা দোল পূর্ণিমা পযন্ত চলে। সেই ধারাবাহিকতায় মেলা চলতে থাকলেও গত কয়েকদিন ধরে সেখানে প্রকাশ্যে জুয়ার আসর বসতে থাকে। প্যান্ডেল করে প্রকাশ্যে টাকা ফেলে জুয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে চলতে থাকে তিন তাসের জুয়া।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, গতকাল শনিবার রাতে মেলায় অভিযান চালিয়ে তিন জুয়ারিকে আটক করে ইউএনও কে এম রফিকুল ইসলামের কাছে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি পুলিশ জুয়ার আসর ভেঙে দেয়া হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট