কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আজিজ উল্লাহ (৪৯) নামে হত্যা মামলার এজাহারভুক্ত এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আজিজ ১৯ নম্বর ক্যাম্পের মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের এ/৫ ব্লকের লার্নিং সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।
পূর্বকোণ/পিআর/এএইচ