কক্সবাজারের টেকনাফে প্রেমিককে ভিডিও কলে রেখে এক তরুণী আত্মহত্যা করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আফরোজা সুলতানা ওই এলাকার আবছার উদ্দিনের মেয়ে। সে এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি প্রেমিকের সাথে অভিমান করে পানখালীতে এক তরুণী আত্মহত্যা করেছে। পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, হ্নীলার পানখালীতে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল এশার নামাজ শেষে তার বাবা বাড়ি ফিরলে জানালার ফাঁক দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ১৩ সেকেন্ডের একটি টিকটক ভিডিও আমরা দেখেছি। সমবয়সী একজনের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা গেছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ