চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাউজান সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৪ | ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) একঘণ্টার ব্যবধানে উপজেলার বিনাজুরী ইউনিয়ন ও চিকদাইর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে চিকদাইর ইউনিয়নের করম আলী হাজী বাড়িতে পানিতে ডুবে তাহামনি আকতার নামে তিন বছরের শিশুকন্যার মৃত্যু হয়। তাহামনি ওই এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে।

 

স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, ‘খেলতে খেলতে শিশু তাহামনি পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

অন্যদিকে দুপুর ১২টায় বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর লেলাংগারা গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় অনুস্কা দে নামে দেড় বছরের এক শিশুকন্যা। সে ওই এলাকার ব্যবসায়ী সুমন দে‘র মেয়ে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

প্রতিবেশীরা জানায়, মা রান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরে খেলছিল মিশু অনুস্কা। খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট