চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল রোহিঙ্গার

উখিয়া সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৪ | ৪:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত গুরা মিয়া (৭১) ১ নম্বর ক্যাম্পের ইস্ট ৯/এ ব্লকের মুসন আলীর ছেলে।

 

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন হিন্দু রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, গুরা মিয়া নামের এক বৃদ্ধ রোহিঙ্গা ক্যাম্প থেকে হিন্দু ক্যাম্পে যাওয়ার সময় টমটমের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় একটি দ্রুতগতির অটোরিকশা রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে আঘাত করে। পরে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা অটোরিকশাটি পালিয়ে গেলেও টমটমটি জব্দ করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট