চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ৩

টেকনাফ সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৪ | ১:০৪ অপরাহ্ণ

টেকনাফ উপজেলার কোয়েইংছড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ-বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ১৩২ বোতল বিদেশি মদ, ৭১৫ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া মাদক বহনের দায়ে দুটি ব্যাটারিচালিত গাড়িও জব্দ করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গাফফার ছেলে শামসুর রহমান (২২), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের আচারবুনিয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)।

 

সোমবার (১৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে সেগুলো দেশের বিভিন্নস্থানে বিক্রয় করতো বলে স্বীকার করেছে। গ্রেপ্তারদের রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট