চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই : ভূমিমন্ত্রী

আনোয়ারা সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, দেশে মেগা প্রকল্পগুলো এ সরকার বাস্তবায়ন করেছে। আমি উপকূল রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করেছি। রায়পুর ইউনিয়ন আমার দ্বিতীয় জন্মস্থান, এখানে বেড়িবাঁধ, খাল খনন, সড়ক উন্নয়ন মিলে ৩৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই, এর জন্য আগামী ৭ তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার দিকে দেখতে হবে।

 

বুধবার (৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় ভূমিমন্ত্রী এসব বলেন।

 

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ, জানে আলম, সাংগঠনিক সম্পাদক এমএ মালেক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, উপজেলা যুবলীগের সদস্য জালাল উদ্দিন, জামাল উদ্দিন, মাহফুজুর রহমান, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফকরুল ইসলাম জিকু, এএইচএম নিজাম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, শরীছ সিদ্দিকী, আবুল বাশার, শাকিল রেজা প্রমুখ।

 

তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে আমাদের ঘরে থাকতে দেয়নি, কিন্তু আমি কাউকে কষ্ট দিনি, তবে কেউ যদি অন্যায় করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ছাড় দেওয়া হবে না। লন্ডনে বসে তারেক জিয়া ষড়যন্ত্র করছে, উস্কানি দিচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আজকের বাংলাদেশ শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট