মিটিং-মিছিল এবং হরতাল পালনে অনুপস্থিত থাকার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. ফরিদ আহমেদের পদ সাময়িক স্থগিত করেছে জেলা বিএনপি।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম বাহাদুর। বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ও সাধারণ সম্পাদক মু. জাবেদ রেজার আদেশক্রমে এ স্থগিতাদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত দুইবছর দলীয় কর্মকাণ্ডে উপস্থিত না হওয়ায় ফরিদকে বার বার তাগাদা দেওয়া হয়। এছাড়া চলমান আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং অসহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। তাই পদ সাময়িক স্থগিত করা হয়। পরবর্তী কর্মসূচিগুলোতে উপস্থিতি ও সহযোগিতা পর্যবেক্ষণ করে গ্রহণযোগ্য এবং সন্তোষজনক হলে পুনরায় স্বপদে বহাল করা হবে। অন্যথায় স্থায়ীভাবে পদ স্থগিত করা হবে।
রবিবার (২৪ ডিসেম্বর) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ