চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বাঁশখালীতে ২ এমপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

বাঁশখালী সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৩ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একে অপরকে ইটপাটকেল ছুঁড়ে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে মিছিল থেকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আহতরা হলেন, দক্ষিণ জলদী ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিন (৩২) ও দক্ষিণ জলদী মহাজন পাড়া নেপাল দাশের ছেলে রনি দাশ (২৯)। তারা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে অপর দুইজনের নামপরিচয় জানা যায়নি।

 

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. অনিক বড়ুয়া জানান, ইটের আঘাতে আহত হয়ে কয়েকজন চিকিৎসা নিয়েছেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাইল আহমদ বলেন, দুই এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট