টেকনাফের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস)’র চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসব আইসের মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী আহমদ হোছন (২১) উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকের চালান নিয়ে একটি চক্র সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে আজ সকাল ১০টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক চোরাচালান চক্রের মূলহোতা আহমদ হোছনকে আটক করা হয়। পরে তার দেওয়ার তথ্যমতে বসতঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। পরে উদ্ধার মাদকসহ আটক যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/এএইচ