চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাজনৈতিক পরিস্থিতির বিরূপ প্রভাব

পর্যটকশূন্য কাপ্তাই

নিজস্ব সংবাদদাতা,কাপ্তাই

১৮ নভেম্বর, ২০২৩ | ৪:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাইয়ে পর্যটকশূন্য। এ পেশায় জড়িত লোকদের বেতন দিতে পারছে না পর্যটন কেন্দ্র মালিকেরা। দীর্ঘ এক মাস যাবত দেশের বিরাজমান পরিস্থিতির ফলে একে একে বন্ধ হতে যাচ্ছে কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র ও আবাসিক হোটেল। ২৮ অক্টোবর পর হতে দেশে  হরতাল-অবরোধ হওয়ার ফলে কাপ্তাইয়ে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে। 

 

কাপ্তাই নিসর্গ ভ্যালি পড হাউস পরিচালক মো. সরোয়ার হোসেন বলেন, লাখ লাখ টাকা ব্যয় করে বসে আছি পর্যটক আগমনের অপেক্ষায়। কিন্ত দেশের বিরাজমান পরিস্থিতির ফলে এখন পর্যটন আগমন বন্ধ হয়ে গেছে। ফলে ৩০/৪০জন  স্টাফদের বেতন দিতে পারছি না। 

 

আপস্টিম গ্রিন রিভার ভিউ গেস্ট হাউজ ম্যানেজার মো. ইসমাইল হোসেন বলেন, ১ মাস যাবত কোন বুকিং নেই। স্থানীয় লোকজন মাঝে মধ্যে আসে ২ শ থেকে ৩ শ টাকার টিকিট বিক্রয় হয়।  এরকম চলতে থাকলে  ব্যবসায় পর্যটন শিল্পে ব্যাপক ধবসের আশঙ্কা করছেন সরকারি-বেসরকারি পর্যটন মালিকরা।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট