চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া একাডেমিতে অভিভাবক সমাবেশ

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ণ

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের দক্ষিণঘাটা গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আহমদ উল্লাহ। এসময় ছাত্রছাত্রী-অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমির সভাপতি কাজী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধক ছিলেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার জমির উদ্দিন, সাইফুদ্দিন, নাফিস করিম চৌধুরী, শিক্ষক ফাহিদুর রহমান ফয়সাল, মনিরুজ্জমান, নুরুজ্জমান, মাওলানা মাহবুবুর রহমান, শিক্ষিকা তাহমিনা সুলতানা, আবদুল কাদের, নুর হোসেন, আলী নুর, মহরম আলী সওদাগর প্রমুখ।

 

এসময় বক্তারা ছাত্রছাত্রীদের নিয়মিত মাদ্রাসায় আসা এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করার পরামর্শ দেন।

 

অভিভাবকদেরকে ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়। সন্তানদের পড়ালেখার ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। মাদ্রাসার সুনাম ধরে রাখতে, ভালো ফলাফল অর্জনে শিক্ষকরাও আন্তরিকভাবে পাঠদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এজন্য তারা অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। পড়ালেখার মান বৃদ্ধি, ঝরে পড়া রোধে অতিথিরা পরামর্শমূলক বক্তব্য দেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট