চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি পেল কক্সবাজারের ১০০ শিক্ষার্থী

রামু সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৩ | ৭:৩৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার (৯ অক্টোবর) বিকেলে অরুণোদয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

 

কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণসহ সর্বমোট ৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়।

 

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমা, অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক বলেন, বর্তমানে দারিদ্রতা শিক্ষা বিস্তারের প্রধান অন্তরায় নয়, অন্তরায় হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা থাকলে সরকারের পাশাপাশি বিদ্যানন্দের মতো অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি তাদের পাশে দাঁড়াবে। তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। কাউকে পিছিয়ে রেখে নয় সবাইকে নিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে আহবান জানান।

 

অটিস্টিক বাচ্চাদের জন্য ‘এক টাকার শিক্ষামেলা’ নিয়ে তিনি বলেন, স্পেশাল বাচ্চাদের জন্য এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। এর মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক উন্নতি ঘটে। তারা তাদের অগ্রাধিকার বাছাই করতে শিখে, টাকার ব্যবহার শিখে, বাজার কীভাবে করতে হয় তা শিখতে পারছে। এটি বিদ্যানন্দ ফাউন্ডেশনের অত্যন্ত মহৎ ও ইনোভেটিভ একটি উদ্যোগ।

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট